জাহাঙ্গীর গেটে অবস্থানরত বিএনপি নেতা মওদুদ আহমদসহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে গরম পানি ছিটাচ্ছে। এতে বিএনপি নেতা কমীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশে গলির মধ্যে অবস্থান নিয়েছে। বিএনপি নেতাকর্মীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
পরে বিএনপি নেতা কর্মীরা রাস্তায় টেবিল বেঞ্জে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন প্রধান বিচারপতির আশ্বাসের পরও খালেদা জিয়ার বাড়ির দরজা ভাঙ্গা হচ্ছে। এতে প্রধান বিচার পতির মর্যাদা ক্ষুণ্নু হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সরকারি তৎপরতার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ওদিকে, খালেদার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে বলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করছেন বিএনপির সমর্থক আইনজীবীরা। সমিতির ভবনে খালেদার আইনজীবী টিএইচ খানের কক্ষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক শেষে সমিতির দক্ষিণ হলে ওই প্রেস ব্রিফিং হয়। বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ অংশ নেন।
মওদুদ বলেন, প্রধান বিচারপতি আমাদের চার-পাঁচ বার আশ্বস্ত করেন, খালেদা জিয়াকে এখনই উচ্ছেদ করা হবে না। অথচ এখন তার দরজা ভাঙা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ের পর দুপুর ২টার দিকে সকালে প্রধান বিচারপতির সঙ্গে খালেদার আইনজীজীদের যেসব কথা হয়েছে সে বিষয়ে একটি আইনজীবী সনদ নিয়ে টিএইচ খান, মওদুদ, খন্দকার মাহাবুব ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইটের উদ্দেশে রওনা দেন।