গতকাল শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হাইকোর্ট বিভাগের আদেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে ঢাকা সেনানিবাসের ৬, শহীদ মইনুল রোডের বাড়ি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আদালতের রায় বাস্তবায়নে সহযোগিতা করেছেন। তিনি তার সাথে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির অধিকাংশ নিয়ে গেছেন। বাকি জিনিসপত্র কর্তৃপক্ষ তার ইচ্ছানুযায়ী যথা সময়ে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে।
বেগম খালেদা জিয়া বাড়িটি ত্যাগের পর তা সীল করে দেয়া হয়েছে। বাড়ি ত্যাগের সময় তিনি তার ভাইয়ের বারিধারার বাসায় যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন। পরবর্তীতে তিনি তার গুলশানের কার্যালয়ে গমন করেন।
উল্লেখ্য যে, সরকার তাকে গুলশানে একটি বাড়ি দান করেছিল। এ ছাড়াও বিরোধী দলের নেতা হিসেবে ২৯ মিন্টু রোডের বাসাটি তার নামে বরাদ্দ আছে। তিনি তার ইচ্ছানুযায়ী যেকোন বাসায় বসবাস করতে পারেন। এটা সম্পূর্ণই তার নিজের ইচ্ছার বিষয়। আইএসপিআর।